logo
logo

আওয়ামী লীগের পথে হাটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

দেশের রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের পথে হাটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না। আওয়ামী লীগ গুম, খুন, মামলাবাজি, টেন্ডার বাণিজ্য ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল।

আওয়ামী লীগ আজ হারিয়ে গেছে। বুধবার (৪ জুন) দুপুরে ঝিনাইদহে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে অ্যাটর্নি জৈনারেল আসাদুজ্জামান বলেন, আপনাদের কথায় যদি কোন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হয় তাহলে তা হবে দু:খজনক।

সেটা হবে লক্ষ্যে যাওয়ার পথে একটি প্রতিবন্ধকতা। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। বুধবার দুপুরে জুলাই যোদ্ধা পরিবারের আয়োজনে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি এইচএম মোমতাজুল করীম, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


undefined/news/national/1f041448-09ab-6710-85f9-2ae687083ad2


logo
সম্পাদক ও প্রকাশক: রিয়াদ মোর্শেদ, নির্বাহী সম্পাদক: মোঃ বেল্লাল সরদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : নওয়াপাড়া, অভয়নগর, যশোর।
Copyright jashorepratidin © all Rights Reserved.